Decoration, Design trends, DUPDAA Program News, Media Coverage, News on different Hall & Department Alumni, Slider

ঢাবি দর্শন বিভাগের প্রফেসর আবু জাফর মো: সালেহ এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত

ঢাবি দর্শন বিভাগের প্রফেসর আবু জাফর মো: সালেহ এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের শিক্ষক, প্রফেসর আবু জাফর মো: সালেহ তার ধীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহন করলেন।

এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সম্মানীত চেয়ারম্যান প্রফেসর ড. শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী’র সভাপতিত্বে বিভাগের সেমিনার কক্ষে এক বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

প্রফেসর সালেহ আবেগাপ্লুত হয়ে ধীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারন করেন। বিভাগের সকল শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন। সকলই প্রফেসর আবু জাফর মো: সালেহ এর সুস্বাস্থ্য, শান্তি ও অব্যাহত সম্মৃদ্ধি কামনা করেছেন।

রায়হান কবির
প্রচার সম্পাদক। ডুপডা।
২৮.০৪.২০২৫ খ্রিস্টাব্দ।