DUPDAA Program News, Executive Committee Meeting, Media Coverage, Slider

ডুপডা’র নির্বাহী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

ডুপডা’র নির্বাহী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
———————————————————
আজ ০৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ৯ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, (DUPDAA) এর নির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলী গণের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডুপডা’র সম্মানীত সভাপতি, ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুপডা’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

ডুপডা’র নির্বাহী কমিটির এই সভা ZOOM এপস এর মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও সভাটি ছিল প্রাণবন্ত এবং অর্থবহ। সভায় নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য সংযুক্ত ছিলেন। বিভিন্ন প্রস্তাবনা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর ড.হারুন রশিদ, নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মোঃ নুরুজ্জামান, যুগ্ম-সচিব সুলতানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কুন্ড, প্রফেসর ড.তৌহিদুল হাসান, প্রচার সম্পাদক রায়হান কবির, সাংস্কৃতিক সম্পাদক নীলমনি আদিত্য সানি, সহ-সাংস্কৃতিক সম্পাদিকা সায়মা রহমান তুলি, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক বিভাগীয় শিক্ষক সহকারী অধ্যাপক অরিন খাতুন জিনিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ড.রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুস, এড. জাকির হোসেন, মুহাঃ আক্তারুজ্জামান প্রমুখ।

সভায় পূর্ব সভার সিদ্ধান্ত অনুমোদন সহ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও আরো অনেক কর্মপন্থা গ্রহণ করা হয়েছে। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানটি আগামী সাপ্তাহিক ছুটির দিন, ১৬ অথবা ১৭ মে ২০২৫ এ অনুষ্ঠিত হবে যা অডিটোরিয়াম বুকিং স্বাপেক্ষে নির্দিষ্ট তারিখ, সময় স্থান দ্রুত জানানো হবে।

ডুপডা’র লাইফ মেম্বারস এককালীন নির্দিষ্ট চাঁদা গ্রহণের মাধ্যমে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডুপডা’র অফিসিয়াল ওয়েবসাইট www.dupdaa.com এ অনলাইনে লাইফ মেম্বারস রেজিস্ট্রেশন সম্পন্ন করে অথবা ডুপডা কার্যালয়ে ফরম পূরণ করে সদস্য হওয়া যাবে। এছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ডুপডা’র কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নির্বাহী কমিটি ও উপদেষ্টামন্ডলীগনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকলে। সর্বশেষে ডুপডা’র সম্মানিত সভাপতি ও দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী আজকের ভার্চুয়াল সভা সফল করণে অংশগ্রহনরত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ সম্পন্ন করেন।

-ডুপডা প্রচার সেল।

০৪.০৫.২০২৫/রাত ১০.৩০