Gallery, Media Coverage, News on different Hall & Department Alumni, Slider

ডুপডা’র পক্ষ থেকে অভিনন্দন !

অভিনন্দন !

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুপডা’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ফওজিয়া ভাসানটেক সরকারি কলেজ ঢাকা এর অধ্যক্ষ হিসাবে দ্বিতীয় পদায়ন লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৮৮ ব্যাচের ছাত্রী ছিলেন। ইতোপূর্বে তিনি ভিকারুননিসা স্কুল ও কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুপডা’র নির্বাহী কমিটির আরেক অন্যতম সদস্য (ডুপডা’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ৮৯ ব্যাচের সাবেক ছাত্রী, ইডেন কলেজের সাবেক অধ্যাপক শামীমা আক্তার মলি (সাবেক শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব) হাজারিবাগ সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন লাভ করেছেন।

ডুপডা’র এই দুই নেতৃত্বের অধ্যক্ষ হিসাবে পদায়নে তাদের দুজনকেই ডুপডা’র পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। তাদের এই সাফল্য ঢাবি দর্শন বিভাগ ও ডুপডা’র সাফল্য। ডুপডা আনুষ্ঠানিকভাবে এই দুইজন সহ সম্প্রতি পদায়ন ও পদন্নোতি প্রাপ্তদেরকে আগামী ১৬.০৫.২০২৫ খ্রিস্টাব্দে সম্বর্ধিত করবে।

ডুপডা প্রচারসেল।

০৭.০৫.২০২৫ খ্রিস্টাব্দ।