DUPDAA Program News, Executive Committee Meeting, Gallery, Notice

ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ সফল করনে বিশেষ সভা

 

ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ সফল করনে বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১৩.০৫.২০২৫ এর বিকালে।

ছবিতে বাঁ দিক থেকে : রায়হান কবির, প্রচার সম্পাদক, উপ-সচিব আবুল কালাম আজাদ- যুগ্ম-সাধারন সম্পাদক, মুস্তাফিজ- সাংগঠনিক সম্পাদক , আদিত্য সানি- সাংস্কৃতিক সম্পাদক , রোজি- নির্বাহী সদস্য , অধ্যক্ষ ফৌজিয়া-নির্বাহী সদস্য, শামসুজ্জোহা বাবলু খান, নির্বাহী সদস্য, যুগ্ম-সচিব সুলতানা পারভিন-নির্বাহী সদস্য, প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী -সভাপতি ডুপডা ও দর্শন বিভাগের চেয়ারম্যান, ড. হারুন রশিদ- উপদেস্টা, লুৎফর রহমান- সাধারন সম্পাদক ডুপডা, প্রফেসর সুলতানা সাদেকা পলি- সদস্য এবং মাসুদ সরোয়ার শিমু- সহ- সাংগঠনিক সম্পাদক।

আরও উপস্থিত ছিলেন ডুপডা’র সহ-সভাপতি মীর ইউসুফ আলী।

ডুপডা প্রচার সেল।

১৪.০৫.২০২৫