ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ সফল করনে বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১৩.০৫.২০২৫ এর বিকালে।
ছবিতে বাঁ দিক থেকে : রায়হান কবির, প্রচার সম্পাদক, উপ-সচিব আবুল কালাম আজাদ- যুগ্ম-সাধারন সম্পাদক, মুস্তাফিজ- সাংগঠনিক সম্পাদক , আদিত্য সানি- সাংস্কৃতিক সম্পাদক , রোজি- নির্বাহী সদস্য , অধ্যক্ষ ফৌজিয়া-নির্বাহী সদস্য, শামসুজ্জোহা বাবলু খান, নির্বাহী সদস্য, যুগ্ম-সচিব সুলতানা পারভিন-নির্বাহী সদস্য, প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী -সভাপতি ডুপডা ও দর্শন বিভাগের চেয়ারম্যান, ড. হারুন রশিদ- উপদেস্টা, লুৎফর রহমান- সাধারন সম্পাদক ডুপডা, প্রফেসর সুলতানা সাদেকা পলি- সদস্য এবং মাসুদ সরোয়ার শিমু- সহ- সাংগঠনিক সম্পাদক।
আরও উপস্থিত ছিলেন ডুপডা’র সহ-সভাপতি মীর ইউসুফ আলী।
ডুপডা প্রচার সেল।
১৪.০৫.২০২৫