DUPDAA Program News, Gallery, Media Coverage, Notice, Slider

ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ আগামীকাল ১৬ মে শুক্রবার : রেজিস্ট্রেশনের শেষ সময় আজ বিকাল ৪টায়।

ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ আগামীকাল ১৬ মে শুক্রবার : রেজিস্ট্রেশনের শেষ সময় আজ বিকাল ৪টায়।
—————————
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ আগামী ১৬.০৫.২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় লেকচার থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বর্তমান সাবেক শিক্ষক, সাবেক ছাত্র/ছাত্রীগণ উক্ত ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত।

পুনর্মিলনীতে অংশ করতে রেজিস্ট্রেশন করে ফেলুন । ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুপডা’র সদস্য (স্পাউস অনুমোদিত) বৃন্দ উক্ত অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। ক্লাস প্রতিনিধির মাধ্যমে/ ডুপডা কার্যালয়ে সরাসরি অথবা নিম্নবর্নীত বিকাস নাম্বারে টাকা ও মেসেজ/ ফোন দিয়ে কনফার্মেশন করে করতে পারবেন । রেজিস্ট্রেশন সম্পন্নের সর্বশেষ সময় আজ বিকাল ঘটিকা।

ঈদ পুনর্মিলনী ২০২৫ এর কার্যক্রম সমুহ
===========

★ তারিখঃ ১৬ মে ২০২৫খ্রিস্টাব্দ, শুক্রবার।

★ সময়ঃ বিকেল ৫টা

★ ভেন্যুঃ ঢাবি কলাভবনের লেকচার থিয়েটারের আর সি মজুমদার অডিটোরিয়াম।

★ রেজিস্ট্রেশন ফি টোকেন স্বরুপঃ ২০০/-টাকা স্পাউসসহ (২০০+৪০০=৬০০/টাকা)।

★ ডুপডা’র নির্বাহী কমিটির সম্মানীত সদস্যগণ নূন্যতম ১০০০/- টাকা। তবে যে কেউ এরচেয়েও বেশি টাকা প্রদান করলে সানন্দে গৃহীত হবে।
★ রেজিস্ট্রেশনের সময়সীমা ১৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ।

★ রেজিস্ট্রেশনের জন্য ব্যাচ প্রতিনিধি ছাড়াও বিভাগের অফিস অথবা ০১৭১২১৮৭৭৭৫/ পার্সোনাল বিকাশ নাম্বারে রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে। তবে প্রেরককে মেসেজ দিয়ে অথবা ফোনে কথা বলে কনফার্ম করতে হবে।

কর্মসুচি সমুহ :

★ ঈদ পুনর্মিলনীতে শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা,স্মৃতিচারণ, ডুপডা’র লাইফ মেম্বার সংগ্রহ কর্মসূচি সুচি উদ্ভোধন।

★ গুণীজন সহ পদোন্নতি লাভ করেছেন যারা তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জ্ঞাপন !

★ আপ্যায়নঃ বৈকালিক নাস্তা, কফি বিরতি

★ সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

★ ডিনার বক্স বিতরণ। 

-ডুপডা প্রচার সেল।

তারিখঃ ১৫/০৫/২০২৫ খ্রিস্টাব্দ।