DUPDAA Program News, Gallery, Notice, Slider

একটি জরুরি ঘোষণাঃ ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ আগামী ১৬.০৫.২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় লেকচার থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় ক্যাম্পাসে শোক সহ বিক্ষুব্ধ ও অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং আমরা সকলই এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি।

এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র সভাপতি ও দর্শন বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী মহোদয় সহ ডুপডা’র সম্মানিত কয়েকজনের সাথে কথা বলে,সকলের পরামর্শে আগামীকাল ১৬.০৫.২০২৫ এর ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হলো।

সকল প্রস্তুতি সম্পন্ন শেষে উদ্ভুত পরিস্থিতির কারণে ডুপডা’র ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করার জন্যে ডুপডা’র নির্বাহী কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে ক্যাম্পাস পরিস্থিতির স্বাভাবিকতা ফিরে আসলেই আমরা ডুপডা’র সকলের সংগে কথা বলে সহসাই অনুষ্ঠানটির দিন তারিখ সময় জানিয়ে দেব ইনশাআল্লাহ।

ধন্যবাদ সহ-

লুৎফর রহমান।
সাধারণ সম্পাদক
ডুপডা, ঢাবি।

১৫.০৫.২০২৫/ বিকাল ৪.০৫