DUPDAA Program News, Gallery, News on different Hall & Department Alumni, Slider

ঢাবি’র জহুরুল হক হলে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য সহ ডুপডা’র সভাপতি ও সাধারণ সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয়েরশহীদ সার্জেন্ট জহুরুল হক হলে বিভিন্ন কর্মসূচিতে উপাচার্য প্রফেসর ড.নিয়াজ আহমেদ খান সহ ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি ফিলোসফি ডিপাটমেন্ট এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও ডুপডা’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।

এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাওসার মুস্তাফা আবুলউলায়ী, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম এর সম্পাদক ও হল এলামনাই এর সংগঠক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে প্রথমবারের মতো এধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো। হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, হলের প্রবেশমুখে এই ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না।

এছাড়াও হল বারান্দায় ফুল ফল ও সুদৃশ্য চারা গাছের টবে পানি দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও হলের সাবেক ছাত্র ডুপডা’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ সময় হলের সকল ছাত্র উপস্থিত ছিলেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ হলের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রচারে : ডুপডা প্রচার সেল।
০১.০৮.২০২৫ খ্রিস্টাব্দ।