আজ ৪ আগস্ট ২০২৫ সোমবার…! ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান এর চেয়ার আজ পরিবর্তিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়মেই…!
বিশ্ববিদ্যালয় ছেড়েছি (গর্বিত ছাত্র হিসেবে) আজ ৩৭ বছর ! তবে বিশ্ববিদ্যালয়ের সাথে পুণরায় নিবিড় থেকে নিবিড়তর ভাবে সম্পর্কেরসূত্রে গ্রথিত হয়ে পূনঃস্থাপিত হলো আবার এক কুঁড়ি (২০) বছর পরে (২০০৮ সনে) ! ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে ~ ভিন্ন মাত্রায় আবিষ্কার করলাম ~ প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা খানি…!

ঢাবি দর্শন বিভাগের বিদায়ী চেয়ারম্যান, ডুপডা’র বিদায়ী সভাপতি প্রফেসর ড.শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও নতুন দায়িত্বপ্রাপ্ত দর্শন বিভাগের বিদায়ী চেয়ারম্যান, ডুপডা’র ডুপডা’র বর্তমান সভাপতি প্রফেসর ড.নুরুজ্জামান।
যে সকল শ্রদ্ধা ভাজন শিক্ষকদের সম্মান সমীহের ভারে নিমজ্জিত হয়ে ~ দূরে দূরে অবস্থান নিতাম, সেই সব শিক্ষকদের পাশাপাশি বসে ~ অগ্রজ অনুজ সিনিয়র জুনিয়র ছাত্র ছাত্রী ভাই-বোন পরিচয়ে (আ্যলামনাস) গল্প করেছি ভালো মন্দ শেয়ার করার দুঃসাহস পেয়েছি ~ সেটি যেন একটি বড় পাওয়া ! কখনো ভাবতে পেরেছি ~ ২০২৮ কক্ষে, স্টুডেন্ট বেঞ্চে ~ প্রফেসর ড আমিনুল ইসলাম স্যার, ইমিরেটাস প্রফেসর ড আব্দুল মতিন স্যার প্রফেসর ড কাজী নুরুল ইসলাম স্যার, প্রফেসর ড আজিজুন্নাহার ইসলাম আপা, প্রফেসর ড নীরু কুমার চাকমা স্যার, প্রফেসর ড লতিফা আপা, প্রফেসর ড রওশন আরা আপা, প্রফেসর ড গালিব আহসান স্যার, প্রফেসর ড রাশিদা আপা, প্রফেসর ড আয়শা সুলতানা আপা, প্রফেসর ড প্রদীপ কুমার রায়, প্রফেসর ড হারুনার রশীদ স্যারের পাশাপাশি বসে DUPDAA ‘র বন্ধনে উজ্জীবিত হতে পারবো… !
সেই থেকে আজ ২০২৫ অবধি দীর্ঘ ১৮ বছর নিরবিচ্ছিন্ন ভাবে DUPDAA ‘র সাথে যুক্ত থাকা ~ এটি আমার জীবনে এক অনন্য অসাধারণ প্রাপ্তি …! আর DUPDAA ‘র গঠনতন্ত্র অনুযায়ী DUPDAA ‘র সভাপতি হবেন দর্শন বিভাগের চেয়ারম্যান ~ সেই হেতু দর্শন বিভাগের চেয়ারম্যান এর চেয়ার পরিবর্তন হওয়ার সাথে ~ আ্যালামনাস হিসেবে সম্পর্ক রয়েছে আমাদেরও ..!

বাঁ থেকেঃ ডুপডা’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ আসাদউল্লাহ, বর্তমান সাধারণ সম্পাদক লুৎফর রহমান বিদায়ী সভাপতি প্রফেসর ড.শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও ডুপডা’র নতুন দায়িত্বপ্রাপ্ত বর্তমান সভাপতি প্রফেসর ড.নুরুজ্জামান।
তারই ধারাবাহিকতায় আজ ৪ আগস্ট ২০২৫ তারিখটি ছিল ~ চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রফেসর ড শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী স্যার এর শেষ কর্মদিবস আর সেই একই দিনটি ছিল অধ্যাপক ড নুরুজ্জামান আমাদের সুপ্রিয় অনুজপ্রতিম (ব্যাচ ১৯৯২) ছোট ভাই এর “চেয়ারম্যান, দর্শন বিভাগ”, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গঠনতন্ত্র অনুযায়ী DUPDAA’র সভাপতি (ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন) হিসেবে চেয়ার অলঙ্কৃত করার বরণীয় ও স্মরণীয় দিন …!
চেয়ারম্যান দর্শন বিভাগ হিসেবে, নীতি নৈতিকতায় অটল থেকে ~ সফল কর্মকাল শেষ করতে পারায় প্রফেসর ড শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী স্যার কে অন্তরের অন্তঃস্থল থেকে বিজয়ী সংবর্ধনা ও অভিনন্দন জানাই..!
নবাগত চেয়ারম্যান অধ্যাপক ড মোঃ নুরুজ্জামান কে (দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ) সুস্বাগতম জানাই.! অভিনন্দন ও শুভকামনা রইলো সতত আপনার আগামীর পথচলায় …!!!
-শাহ মোঃ আসাদউল্লাহ
সাবেক জিএম, জনতা ব্যাংক পিএলসি।
সাবেক সাধারণ সম্পাদক, ডুপডা।
০৪.০৮.২০২৫ খ্রিস্টাব্দ।