ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUPDAA) এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নূরুজ্জামান এবং ডুপডা’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সনাতন ধর্মীয় ডুপডা’র সদস্য ভাইবোন, বিভাগের বর্তমান শিক্ষক কর্মচারী এবং প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রতি শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
শুভেচ্ছা বার্তায় ডুপডা নেতৃবৃন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদ্যাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, পাশাপাশি এটি অনেক সামাজিক গুরুত্ব বহন করে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও এর স্পিরিট ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আহ্বান করে। যে কোনো উৎসবের আনন্দ পরিব্যাপ্তির মধ্য দিয়েই এর কার্যকারিতার বহিঃপ্রকাশ ঘটে। ফলে জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে দুর্গোৎসব।
-তাবাসসুম এ উর্মি
সহ-প্রচার সম্পাদক
ডুপডা, ঢাবি।
৩০.০৯.২০২৫ খ্রিস্টাব্দ।