Gallery, Media Coverage, Notice, Slider

ডুপডা’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মামুনুর আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে,আমাদের পরম শ্রদ্ধেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের মাস্টার্স ব্যাচ -৭৮ ব্যাচের সাবেক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন,ডুপডা’র বর্তমান নির্বাহী কমিটির সহ -সভাপতি মামুনুর আহমেদ আজ ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন ! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

প্রয়াত মামুনুর রশিদ এর প্রবাসী ছোট ছেলের অপেক্ষায় তাঁর নামাজে জানাজা দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহু‌মের বি‌দেহী আত্মার মাগ‌ফেরাত কামনা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUPDAA) এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নূরুজ্জামান এবং ডুপডা’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান ডুপডা’র সহ -সভাপতি মামুনুর আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন! মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত প‌রিবা‌রের সকল‌কে আল্লাহ ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। আমিন।

-রায়হান কবির
প্রচার সম্পাদক
ডুপডা।

১৪.১০.২০২৫/রাত ১১.৫৮