DUPDAA Program News, Gallery, Media Coverage, Slider

ঢাবি দর্শন বিভাগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নূরুজ্জামান মহোদয় এবং সাবেক ছাত্র-ছাত্রীগণের উদ্যোগে গত ২৪ অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার বিকাল ৪ টায় দর্শন বিভাগে এক স্মরণসভার আয়োজন করা হয়।

আমাদের প্রিয় বড়ভাই এম এ মান্নান হাওলাদার, ১৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকের সমস্ত চেষ্টাকে না বলে অবশেষে ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ভোরে ~ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বাদ আছর ইন্দুরকানী (পিরোজপুর, বরিশাল) এম.ইউ. উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে (কৈশোরের যে স্কুল থেকে তিনি SSC পাশ করেছেন, সেখানে) তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে !

 

ফিরে দেখা :  এম এ মান্নান হাওলাদার
———-
জনাব এম এ মান্নান হাওলাদার (০৩/০৪/১৯৫৮ – ১৯/০৯/২০২৫ = ৬৭ বছর) সাবেক অতিরিক্ত সচিব, ৩ রা এপ্রিল ১৯৫৮ সনে, চাড়াখালী গ্রাম, পোস্ট ও থানাঃ ইন্দুরকানী, পিরোজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন !

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক ছাত্র (মাস্টার্স ব্যাচ-৭৯) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাবেক সাংস্কৃতিক উপপরিষদ এর সদস্য (২০০৮)
সাবেক সহ-সভাপতি (২০১০) এবং সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য (২০১৬) ছিলেন ! মান্নান ভাইয়ের সহধর্মীনী ছাড়াও রয়েছে তাঁর-

★ ২ পুত্র ও ১মাত্র কন্যা রয়েছে তাঁর স্মৃতি আঁকড়ে !
★ রাফসান মান্নানঃ চ্যানেল আই সেরা কন্ঠ-এর জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সে স্ট্যান্ডার্ড ব্যাংকে জব করে।
★ ছোট পুত্র ইপু অস্ট্রেলিয়ান একটা কনসাল্টেন্সি ফার্মে জব করে।
★ আর ১মাত্র কন্যা মিঠি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশে মাস্টার্স করছে।

 

বক্তব্য দিচ্ছেনঃ অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম।

======
মাত্র ২৫ দিনের ব্যবধানে মান্নান ভাইয়ের এক শিক্ষা বর্ষের সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের আমাদের আরেক অগ্রজ (মাস্টার্স ব্যাচ-৭৮) মরহুম মামনুর আহমেদ ভাইও চিকিৎসক এর সমস্ত চেষ্টাকে না বলে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

 

বক্তব্য দিচ্ছেনঃ অধ্যাপক ড হারুনার রশীদ সাবেক চেয়ারম্যান (ব্যাচ ৮১) পাশের ছবিঃ অনিক আহমেদ (মামনুর ভাইয়ের ছোট ছেলে)

 

ফিরে দেখা : মামনুর আহমেদ
———
মেহেরপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মামনুর আহমেদ ভাইয়ের জন্ম (২৫/১২/৫৫ – ১৪/ ১০/২৫= ৭০ বছর) ! মেহেরপুর কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ভর্তি হন ! পারিবারিক জীবনে সহপাঠী হেলেনা আপাকে সহধর্মীনীর আসনে বসিয়ে তার ঘর উজ্জ্বল করে আসে ২ টি ছেলে ! বড় ছেলে ঢাকায় ব্যাবসা বাণিজ্যের সাথে যুক্ত ! ছোট ছেলে ফিনল্যান্ডে বসবাস করে! ছোট ছেলে ফিনল্যান্ডে থেকে ২ দিন পর ফিরে আসার কারণে ১৬ অক্টোবর ২০২৫ সকাল ৭ টায় ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মিরপুর ৬ এ মামুনুর ভাইয়ের বাসার আঙিনায় !

 

বক্তব্য দিচ্ছেনঃ অধ্যাপক ড শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী (ব্যাচ ৮১)

উক্ত জানাজায় মামনুর ভাইয়ের নিকট জনেরা উপস্থিত ছিলেন! মামুনুর ভাই এর বড়ভাই, বোন, ভাগিনী শাকিলা জাফর সহ নিকট আত্মীয় স্বজন! উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ড শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও বর্তমান সভাপতি জনাব অধ্যাপক ড মোঃ নূরুজ্জামান, সহপাঠী ও অনুজ মীর ইউসুফ আলী, জাহিদুজ্জামান টোকন ভাই, মাহফুজা রহমান বাবলী আপা, বন্ধু আব্দুল মান্নান এবং আমি সহ আরো অনেকে!

জানাজা শেষে পরিবারের সদস্যসহ লাশ মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়! সেখান ২য় ও শেষ জানাজা শেষে মেহেরপুর সদর পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হয় !

 

বক্তব্য দিচ্ছেনঃ মাহফুজা রহমান চৌধুরী বাবলী (ব্যাচ ৮১)

=========
কি অসাধারণ সাদৃশ্য  এ দুজনের মধ্যে! আমাদের এই ২জন বড়ভাই~ই অত্যন্ত সুদর্শন ! সুন্দর কথন ও উচ্চারণে দুজনেই ছিলেন নন্দিত ! দুজনেই ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের নিরলস কর্মী সরস সূর ও ছন্দ আনন্দে উজ্জীবিত এক মানুষ !

কাজের প্রতিটি ধাপে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সৃষ্টিশীলতা, সাংস্কৃতিক মমত্ববোধ ও গতিশীল নেতৃত্ব দিয়ে তারা ডুপডাকে নিয়ে গেছেন সাফল্যের পরবর্তী অধ্যায়ে। বসন ভূষণে তারুণ্যের ছোঁয়ায় উজ্জীবিত অগ্রজদ্বয় ছিলেন আমাদের প্রিয়মুখ প্রিয়জন ! তাদের ল্যাঙ্গুয়েজ & বডি ল্যাঙ্গুয়েজে আমরা ছোটরাও ছিলাম বন্ধুবাৎসল!

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০০৮ সনের ১ম পূনর্মিলনীর মাধ্যমে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আমাদের পুনর্জন্ম হয় ! ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনর (DUPDAA)’র যে কজন আ্যলামনাসের স্নেহ মমতা ও আশির্বাদে এখানে আজ ও পড়ে আছি তাদের মধ্যে এই ২ অগ্রজদের অসাধারণ ব্যক্তিত্ব উল্লেখযোগ্য ও অনুসরণীয়!

বক্তব্য দিচ্ছেনঃ ★ জাহিদুজ্জামান টোকন ভাই (ব্যাচ ৮১)

তাদের প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁদের বি‌দেহী আত্মার মাগ‌ফেরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত প‌রিবা‌রের সকল‌কে আল্লাহ ধৈর্য্য ধারণ করার শক্তি দান করুন ~সেই সহমর্মিতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করছি ! আমিন।

এমন মহতী স্মরণ সভার সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নূরুজ্জামান। অধ্যাপক ড শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আসাদ উল্লাহ !

 

বক্তব্য দিচ্ছেনঃ ★ মীর ইউসুফ আলী (ব্যাচ ৮১)

স্বাগত বক্তব্য রাখেনঃ শাহ আসাদ উল্লাহ
স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেনঃ
★ জাহিদুজ্জামান টোকন ভাই (ব্যাচ ৮১)
★ অধ্যাপক ড মোঃ শওকত হোসেন (ব্যাচ -৯২)
★ মীর ইউসুফ আলী (ব্যাচ ৮১)
★ মাহফুজা রহমান চৌধুরী বাবলী (ব্যাচ ৮১)
★ সালমা আঞ্জুম লতা (ব্যাচ ৮১)
★ লুৎফর রহমান (ব্যাচ – ৮৯)
★ অনিক আহমেদ (মামনুর ভাইয়ের ছোট ছেলে)
★ মিঠি মা মনি ( মান্নান হাওলাদার ভাইয়ের কন্যা)

★ অধ্যাপক ড হারুনার রশীদ সাবেক চেয়ারম্যান
(ব্যাচ ৮১)★ অধ্যাপক ড শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী
(ব্যাচ ৮১)
★ অধ্যাপক ড কাজী নূরুল ইসলাম (ব্যাচ ৭০)

বক্তব্য দিচ্ছেনঃ ★ লুৎফর রহমান (ব্যাচ- ৮৯)

 সভাপতির বক্তব্যে ছিলেনঃ অধ্যাপক মোঃ নূরুজ্জামান চেয়ারম্যান দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়!

বক্তব্য দিচ্ছেনঃ ★ প্রফেসর ড.শওকত হোসেন ব্যাচ ৯২

 

 

লেখকঃ শাহ আসাদউল্লাহ, সাবেক জিএম জনতা ব্যাংক পিএলসি। ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের মাস্টার্স ৮৫ ব্যাচের সাবেক ছাত্র। ডুপডা’র সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান ডুপডা’র নির্বাহী কমিটির সম্মানিত সদস্য।

 

 

 

 

 

Dupdaa/25.10.2025