আসসালামু আলাইকুম/
পবিত্র ঈদুল ফিতর অত্যাসন্ন। আসন্ন ঈদুল ফিতরের জন্যে অগ্রিম শুভেছা গ্রহণ করবেন। আপনারা অনেকেই যাকাত বিতরণ শুরু করেছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্বচ্ছল প্রাক্তন ছাত্র-ছাত্রী, তাদের প্রতি বিশেষ অনুরোধ – ইসলামে যাকাত প্রদানের ক্ষেত্রে খুব কাছের, অসহায়, দুস্থ আপনজনের নিকট যাকাত দেয়াকে উৎসাহিত করা হয়েছে। আপনাদের জীবনে ঢাবি দর্শন বিভাগের বর্তমান ছাত্র-ছাত্রীদের চেয়ে বড় আপন বা আপনাদের উত্তরাধিকার আর কে হতে পারে ? আপনার যাকাতের প্রধান হকদার ঢাবি দর্শন বিভাগের বর্তমান দুস্থ, অসহায় এবং গরিব ছাত্র-ছাত্রীগণ। সুতরাং আপনাদের যাকাত সঠিক জায়গায় দান করুন।
আপনারা জেনে খুশি হবেন যে, বিগত ৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দে ডুপডার পুর্নমিলনি এবং বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানে ঢাবির ভিসি স্যারের উপস্থিতিতে ৫০ জন অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ৫০০০ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এই অর্থের যোগান সম্মানিত এলামনাইগন প্রদান করেছিলেন।
যাকাত পাঠাবেন যে ভাবে : এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করা যাবে। +8801793418989 (Personal Bkash) অথবা নিম্নোক্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে-
Chairman, Department Of Philosophy.
A/c 4405734060037
Sonali Bank Plc. Dhaka University Corporate Br.
Routing no. 200271750.
পুনশচঃ প্রবাস থেকে অথবা অন্য কোন মাধ্যমে যাকাত পাঠানোর বিষয়ে কথা বলতে চাইলে ফোন করতে পারেন।
১.অধ্যাপক ডঃ মোহাম্মদ দাউদ খান
ট্রেজারার, ‘ডুপডা’।
+8801711105759 ( Cell & Whatsapp)
– ডুপডা প্রচার সেল।
২৮.০৩.৩০২৫ খ্রিস্টাব্দ।