ডুপডা’র নির্বাহী কমিটির প্রথম সভা ও ইফতার
————————————————–
আজ ১৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, (DUPDAA) এর ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাহী কমিটির প্রথম সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দোতলায়, দর্শন বিভাগের সেমিনার কক্ষে। কেবলমাত্র নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও উপদেষ্টা মন্ডলীগনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সকলই অত্যন্ত মনোরম ও আড়ম্বরপূর্ণ পরিবেশে,আনন্দঘন মূহুর্ত সৃষ্টি করতে পেরেছেন।
নির্বাহী কমিটির সভায় আগামী এক বছরের জন্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মপন্থা নির্ধারণ করা হয়। এরমধ্যে ঈদের পরপরই ঈদপূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও আরো অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ডুপডা’র সম্মানিত সভাপতি ও দর্শন বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড.শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডুপডা’র বর্তমান সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সহ-সাধারণ সম্পাদক, উপসচিব আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দই তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ প্রদান করেন।
ডুপডা’র কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নির্বাহী কমিটি ও উপদেষ্টামন্ডলীগনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সকলে। ইফতার ও মাগরিব নামাজ শেষে ডুপডা’র সম্মানিত সভাপতি ও দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী আজকের সফল এই অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
-ডুপডা প্রচার সেল।
১৫.০৩.২০২৫/রাত ১১.৩০