Dupdaa

ডুপডা’র নির্বাহী কমিটি’র প্রথম সভা ও ইফতার পার্টি
——————————————————————
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ আ্যালামনাই আ্যসোসিয়েশন (ডুপডা)’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আগামী ১৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার বিকাল ৪ ঘটিকায়, কলাভবনের দোতালায় ডুপডা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ডুপডা’র সম্মানীত সভাপতি, ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।
নবগঠিত ডুপডা’র নির্বাহী কমিটি ২০২৫/২০২৬ এর এটি প্রথম সভা। কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ সম্মানীত উপদেস্টামন্ডলীগনকে উক্ত সভা এবং সভা শেষে ইফতার পার্টিতে অংশগ্রহন করার জন্যে বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো।

আলোচ্য সুচী :

১. পরিচিতি ও মতবিনিময়।
২. আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রনয়ন।
৩ বিবিধ।

ধন্যবাদ ও শুভেচ্ছাসহ-

লুৎফর রহমান
সাধারণ সম্পাদক, ডুপডা।
১৪.০৩.২০২৫ খ্রিস্টাব্দ।