Dupdaa

আসসালামু আলাইকুম।
আহলান সাহলান, মোবারক হো মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান। আজ রবিবার থেকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হয়ে গেছে । আলহামদুলিল্লাহ।

রোজাকে স্বাগত জানিয়ে চলছে শুভেচ্ছা বিনিময়, রহমত বরকত ও মাগফিরাত কামনা। আত্মসুদ্ধির অর্জনের মাধ্যমে সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করছেন সকলে।

ঢাকে বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ডুপডা’র সভাপতি ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী এবং ডুপডা’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান ডুপডা’র সকল সম্মানীত উপদেষ্টা মন্ডলী, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দকে রমজানুল মোবারক বাদ জানিয়েছেন। দেশ বিদেশের সকল এলামনাইগনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

সেই সঙ্গে ডুপডা’র নির্বাহী কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এবং বিশেষ করে ঢাবির দর্শন বিভাগের সম্মানীত শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী এবং কর্মচারীগণকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

-ডুপডা প্রচার সেল।

০২.০৩.২০২৫ খ্রিস্টাব্দ।