Dupdaa

”প্রাণ প্রবাহ” ২০২৫ এ মাননীয় শিক্ষা উপদেষ্টার বাণী

”প্রাণ প্রবাহ” ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র বার্ষিক স্মরণিকার নাম। প্রতি বছর পুনর্মিলনী উপলক্ষে এটি প্রকাশিত হয়ে থাকে। এবারে, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন ডুপডা’র আয়োজনে টিএসসিতে মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক এ কর্মযজ্ঞ উপলক্ষে ”প্রাণ প্রবাহ” তে বাণী প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ঢাবি সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে তাঁর এই বাণী এখানে পুনঃ প্রকাশ করা হলো।

-ডুপডা প্রচার সেল।

উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাণী

আলোকিত মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু।

উচ্চশিক্ষা ও গবেষণা সম্প্রসারণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে সুমহান অবদান।

পূর্ব বাংলার অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে পাশ্চাত্যের আধুনিক শিক্ষা পদ্ধতির আলোকে উচ্চশিক্ষা সম্প্রসারণ এবং আধুনিক উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার লক্ষ্যে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম শুরু করে।

যে ১২টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু তার মধ্যে দর্শন বিভাগ অন্যতম। শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের মতোই দর্শন বিভাগেরও রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ অবদান রয়েছে।

আমি জেনে আনন্দিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর পুনর্মিলনী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিক্ষকবৃন্দ ও অ্যালামনাই নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেছে জেনে আমি আনন্দিত।

বর্তমান দুনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি সাধিত হলেও বিশ্বে চরম নৈতিক সংকট চলছে। শান্তি ও প্রগতির স্থলে আবির্ভূত হচ্ছে যুদ্ধ ও সংঘর্ষ। দার্শনিক প্লেটো উপলব্ধি করেছিলেন, দার্শনিক প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা মানবসমাজ উজ্জীবিত না হলে এ ধারা চলতেই থাকবে। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের আলোকধারায় সব ধরনের ভয়ভীতি, অত্যাচার, অনাচার, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালনে দর্শন ও নীতিবিদ্যা আমাদের উদ্বুদ্ধ করে। আজকের দিনে দার্শনিক “মনীষীদের মিলনমেলা” সে প্রত্যাশা পূরণে অনেকটা সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

আমি এ মহতী অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

-ওয়াহিদউদ্দিন মাহমুদ।