Dupdaa

”প্রাণ প্রবাহ” ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র বার্ষিক স্মরণিকার নাম। প্রতি বছর পুনর্মিলনী উপলক্ষে এটি প্রকাশিত হয়ে থাকে। এবারে, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন ডুপডা’র আয়োজনে টিএসসিতে মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক এ কর্মযজ্ঞ উপলক্ষে ”প্রাণ প্রবাহ” তে বাণী প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি এর বাণী।

উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়

শুভেচ্ছা বাণী

দার্শনিক চিন্তা-চেতনার মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণ সাধন দর্শনের কাজ। যুগ যুগ ধরে দার্শনিকগণ জ্ঞানের মৌলিক বিষয়ে বিচার-বিশেষণ করে যুক্তিনির্ভর সর্বজনীন ধারণা উদ্ভাবন করেছেন, যা নৈতিক ও মানবিক মূল্যবোধে মানবসমাজকে করেছে আলোকিত ও সমৃদ্ধ।

সত্য, সুন্দর ও মঙ্গলবোধের চেতনা নিয়ে দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ড্রপডা) তার অ্যালামনাইদের নিয়ে দিনব্যাপী পুনর্মিলনীর উদ্যোগ ও আয়োজনকে আমি স্বাগত জানাই ।

আশা করি ডুপড়া কর্তৃক আয়োজিত পুনর্মিলনী সমাজের ভেতর মানুষে মানুষে যে অনৈক্য ও বিভাজন রয়েছে তা কিছুটা হলেও দূর করে ঐক্য ও মিলনের সুরকে আরো ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে ।

দার্শনিকগণ যাতে তাদের চিন্তা-চেতনার দ্বারা পরিবার ও সমাজ কাঠামোতে বিরাজিত দ্বন্দ্ব, অনৈক্য ও বৈষম্যকে হ্রাস করার উদ্যোগ নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে অবদান রাখেন আজকের দিনে আমি সেই প্রত্যাশা করি ।

আমি পুনর্মিলনীর সফলতা কামনা করছি।

-অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি