Media Coverage, News on different Hall & Department Alumni, Upcoming Events

ডুপ’ডার পক্ষ থেকে পহেলা বৈশাখ এর শুভেচ্ছা

আস্সালামুআলাইকুম। বাংলা নববর্ষ ২০৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র সভাপতি, ঢাবি দর্শন বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডঃ শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ডুপডা’র নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র সকল সম্মানীত সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও বৈশাখী ভালোবাসা জানিয়েছেন ।

পহেলা বৈশাখ! বাংলা নববর্ষের প্রথমদিন আজ। নতুন বছর, নতুন আশা, আর নতুন করে বাঁচার স্বপ্ন – এই তো পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দে ডুপডা’র সকল সদস্য ভাই-বোনদের জীবন ভরে উঠুক আনন্দ আর সমৃদ্ধিতে, সেই কামনাই প্রকাশ করেছেন ডুপডা’র নির্বাহী কমিটি এবং উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে ডুপডা’র সভাপতি ও সাধারণ সম্পাদক।

‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস;
নতুন বছরে হোক নতুন আশ্বাস।
সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়।
নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’

শুভেচ্ছান্তে –
রায়হান কবির
প্রচার সম্পাদক, ডুপডা।
১৪.০৪.২০২৫/রাত ১২.২০