আস্সালামুআলাইকুম। বাংলা নববর্ষ ২০৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র সভাপতি, ঢাবি দর্শন বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডঃ শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ডুপডা’র নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন, ডুপডা’র সকল সম্মানীত সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও বৈশাখী ভালোবাসা জানিয়েছেন ।
পহেলা বৈশাখ! বাংলা নববর্ষের প্রথমদিন আজ। নতুন বছর, নতুন আশা, আর নতুন করে বাঁচার স্বপ্ন – এই তো পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দে ডুপডা’র সকল সদস্য ভাই-বোনদের জীবন ভরে উঠুক আনন্দ আর সমৃদ্ধিতে, সেই কামনাই প্রকাশ করেছেন ডুপডা’র নির্বাহী কমিটি এবং উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে ডুপডা’র সভাপতি ও সাধারণ সম্পাদক।
‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস;
নতুন বছরে হোক নতুন আশ্বাস।
সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়।
নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’
শুভেচ্ছান্তে –
রায়হান কবির
প্রচার সম্পাদক, ডুপডা।
১৪.০৪.২০২৫/রাত ১২.২০